মুক্তির পরপরই পাকিস্তান ছাড়লেন ব্লাসফেমি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসিয়া বিবি। আইনজীবী সাঈফ মূলক্ জানান, বুধবার রাতে মুলতান কারাগার থেকে ছাড়া পান খ্রিস্টান এ নারী।
সেখান থেকে কড়া পাহাড়ায় নেয়া হয় বিমানবন্দরে। গভীর রাতেই, ছোট একটি বিমানে তাকে দেশের বাইরে পাঠানো হয়। অবশ্য, আসিয়া বিবি’র গন্তব্যস্থল সম্পর্কে কিছু জানায়নি কারা কর্তৃপক্ষ। ৩১ অক্টোবর, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ব্লাসফেমি আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসিয়া বিবিকে মুক্তির রায় দেন। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নামেন হাজার-হাজার বিক্ষোভকারী। তাদের দাবি, ইসলাম ধর্মের অবমাননাকারী খ্রিস্টান এই নারীকে ফাঁসি দেয়াই উপযুক্ত শাস্তি। প্রাণভয়ে দেশ ছাড়েন এই নারীর আইনজীবী। জনরোষের মুখে থাকা আসিয়া বিবি ও তার পরিবারকে আশ্রয় দেয়ার প্রস্তাব পাঠায় বেশ কয়েকটি দেশ।
যমুনা অনলাইন : আর এ
Leave a reply