পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় রহমান উদ্দীন রনি (২২) নামে এক যুবকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে শিশু সন্তানকে নিয়ে অনশন পালন করেছেন এক তরুণী। রোববার (২৮ জুলাই) দুপুর থেকে বোদা পৌরশহরের ধানহাটি এলাকার ওই বাড়িতে অনশন করেন ভুক্তভোগী। এসময় রনির পরিবারের লোকজন তাকে মারধর করে ঘর থেকে বের করে দেয় বলে অভিযোগ তার।
রহমান উদ্দীন রনি ধানহাটি এলাকার ব্যবসায়ী মীর হোসেনের ছেলে। রনি ও ভুক্তভোগী তরুণী একই ক্লাসের শিক্ষার্থী বলে জানা গেছে।
ভুক্তভোগী দাবি করেন, একই শ্রেণিতে পড়ার সুবাদে রনি ও তার মধ্যে বন্ধুত্ব হয়। একপর্যায়ে রনি প্রেম নিবেদন করলে তাতে সাড়া দেন তিনি। পরে রনির বাবা-মার অমতেই বিয়ে করেন তারা। দু’বছর অতিবাহিত হলেও এই বিয়ে মেনে নেয়নি রনির পরিবার।
ভুক্তভোগী আরও জানান, সন্তান ভূমিষ্ঠের দেড় মাস আগে থেকেই সব রকম যোগাযোগ বন্ধ করে দেন রনি। কোনো কুল কিনারা না পেয়ে রনির বাড়িতে এসেছেন তিনি। এখানেও তাকে হেনস্থা করা হচ্ছে। রনির সঙ্গে সংসার করতে চান বলে জানান তিনি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনা আমরা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষের কথা শুনে ব্যবস্থা নেয়া হবে।
/এএম
Leave a reply