ভারতের ত্রিপুরা রাজ্যে একসঙ্গে ২৩ বাংলাদেশিকে গ্রেফতার

|

ভারতের ত্রিপুরা রাজ্যে ২৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার রাতে আগরতলা স্টেশন চত্বর থেকে ওই ২৩ বাংলাদেশিকে গ্রেফতার করে ত্রিপুরা রেলওয়ে পুলিশ। রোববার (২৮ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

পশ্চিমবঙ্গের সংবাদপত্র আনন্দবাজার বলছে, গ্রেফতার ২৩ জনই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তবে কী কারণে তারা ত্রিপুরায় এসেছিলেন, তাদের গতিবিধি কী ছিল, সেসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি।

আগরতলা স্টেশন চত্বর থেকে মোহাম্মদ সেলিম রেজা নামের যে দালালকে গ্রেফতার করা হয়েছে। তার বয়সও ২৭ বছর। গ্রেফতার ব্যক্তিদের বেশির ভাগের বয়স ৩০-এর নিচে। তাদের মধ্যে ১৯ বছর বয়সী কয়েকজন যুবকও রয়েছেন।

/ এআই 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply