নিহতদের স্মরণে কাল রাষ্ট্রীয় শোক

|

কোটা আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) এই শোক পালন করা হবে।

সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় মন্ত্রী ও সচিবদের গুজব-অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন স্থাপনায় মন্ত্রণালয় ভিত্তিক ক্ষতির চিত্র তুলে ধরা হয়।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে সারাদেশে সহিংসতার সৃষ্টি হয়। এ সহিংসতায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১৫০ জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। 

রোববার মন্ত্রী জানান, নিহতদের মধ্যে শিক্ষার্থী, আওয়ামী লীগ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছে। বিভিন্ন হাসপাতাল, জেলা থেকে নিহতের এ সংখ্যা পাওয়া গেছে বলেও নিশ্চিত করেন তিনি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply