সেইন নদীর দূষণ বড় বিপাকে ফেলেছে প্যারিসের অলিম্পিক আয়োজকদের। ট্রায়াথলনের দ্বিতীয় দিনের অনুশীলন বাতিল করতে হয়েছে এই দূষণের কারণে।
অলিম্পিকে সেইন নদীতে টানা কয়েকদিনের বৃষ্টিতে পানি দূষণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ১৭ জুলাই প্যারিসের মেয়র আনে হিডালগো আয়োজক কমিটির প্রধান টনি এস্তানগেকে সাথে নিয়ে সেইন নদীতে সাঁতার কেটে প্রমাণ করার চেষ্টা করেছেন পানি পুরোপুরি দূষণমুক্ত রয়েছে।
তবে টানা বৃষ্টিতে পানির গুণাগুণ পরীক্ষা করে ট্রাইথলনের সাঁতার অংশের অনুশীলন বর্তমানে যথেষ্ঠ সুরক্ষার নিশ্চয়তা দিতে পারছে না আয়োজকরা। পানি দূষণের সমস্যা কাটিয়ে উঠতে না পারলে সাঁতারের অংশটি প্যারিসের পূর্বাঞ্চলীয় নদী মারনেতে সরিয়ে নেয়া হবে, এমনটাই জানিয়েছেন আয়োজকরা। তবে আগামী ৩০ ও ৩১ জুলাই মূল ইভেন্ট আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।
উল্লেখ্য, গত এক দশকে ফরাসি কর্তৃপক্ষ সেইন নদীর দূষণ কমাতে প্রায় ১.৪ বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে।
/আরআইএম
Leave a reply