‘জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পদক্ষেপ নেবে রাশিয়া’

|

জার্মানিতে যুক্তরাষ্ট্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে একই পদক্ষেপ নেবে রাশিয়াও। রোববার (২৮ জুলাই) এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরার।

সেন্ট পিটার্সবার্গে নেভি দিবসে দেয়া ভাষণে পুতিন বলেন, ২০২৬ সালে জার্মানিতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ঘোষণা আমাদের নজরে এসেছে। রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, প্রশাসনিক ও শিল্প কেন্দ্র এবং প্রতিরক্ষা অবকাঠামো এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সীমার মধ্যে পড়বে।

তিনি আরও বলেন, ওয়াশিংটন যদি এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তাহলে আমরা আমাদের নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোসহ একই ধরনের পদক্ষেপ নেব। পুতিনের হুঁশিয়ারি, ওয়াশিংটনের এমন সিদ্ধান্ত স্নায়ু যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে।

উল্লেখ্য, সম্প্রতি ন্যাটো ও ইউরোপের প্রতিরক্ষার স্বার্থে ২০২৬ সাল নাগাদ জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply