কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে রোমে অনুষ্ঠিত আলোচনায় কোনো অগ্রগতি নেই। রোববার (২৮ জুলাই) ইতালির রাজধানী রোমে এই বৈঠক হয়।
বৈঠকে যুদ্ধবিরতি কার্যকরের জন্য ইসরায়েলের প্রস্তাবিত খসরা চুক্তি নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেৎজ-এ প্রকাশিত হয়েছে যুদ্ধবিরতি কার্যকরের জন্য ইসরায়েলের দাবি-দাওয়া। সেখানে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মাঝে আরও জায়গায় চেকপয়েন্ট বসাতে চায় ইসরায়েল। এছাড়া, দখল নিতে চায় গাজা-মিসর সীমান্ত এলাকাও।
এদিকে, আলোচনায় অগ্রগতি না হওয়ায় আবারও বৈঠক হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অনুপস্থিত ছিল হামাস প্রতিনিধি। তবে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নেতানিয়াহু নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়টি পিছিয়ে দিচ্ছেন বলে হামাসের অভিযোগ।
/এএম
Leave a reply