কেরালায় ভূমিধসে নিহত ৩৬, আটকা শতাধিক

|

ভারতের কেরালা রাজ্যের ওয়েনাদ জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধসের জেরে নিহত অন্তত ৩৬ জন। এদের মধ্যে রয়েছে দুইজন শিশু। মঙ্গলবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। ব্যাপক ভূমিধসের কারণে ওই এলাকায় বেশ কয়েকজন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন্দ্রীয় ও রাজ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেএসডিএমএ) বলেছে যে ইতোমধ্যে ফায়ারফোর্স ও জরুরি সেবা দেয়া কর্মীদের ক্ষতিগ্রস্থ এলাকায় মোতায়েন করা হয়েছে।

কেএসডিএমএ-এর একটি ফেসবুক পোস্ট অনুসারে, উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য কান্নুর প্রতিরক্ষা সুরক্ষা বাহিনীর দুটি দলকে ওয়ানাদে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply