Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়লো ৩ হাজার একর বনভূমি

আরও ভয়াবহ হচ্ছে ক্যালিফোর্নিয়ার দাবানল। সোমবার (২৯ জুলাই) থেকে এখন পর্যন্ত আগুনে পুড়েছে প্রায় ৩ হাজার একর বনভূমি। খবর বিবিসির।

আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যোগ দিয়েছে হেলিকপ্টারও। ঘন ধোঁয়ায় বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুতই তা অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ছে।

এর মধ্যে তীব্র বাতাসে দ্রুত বাড়তে থাকা এই আগুন নেভাতে হেলিকপ্টার থেকে ছুঁড়ে দেয়া হচ্ছে পানি। অঞ্চলটির শুষ্ক আবহাওয়া ও প্রচন্ড বাতাসের কারণে ক্রমশ বেড়েই চলেছে আগুনের প্রভাব।

দাবানলের কারণে ইতোমধ্যে রাজ্যটির আগুয়াঙ্গা শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

/এএম

Exit mobile version