শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। অবিলম্বে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থিত শিক্ষকরা। এ সময়, শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানান তারা।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে বিপুল প্রাণহানি ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন সাদা দল সমর্থিত শিক্ষকরা।
এ সময় তারা গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশ, ছাত্রলীগ ও বহিরাগতদের হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া, প্রাণহানির সাথে জড়িত প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন তারা। পরে ১১ দফা দাবি তুলে ধরেন সাদা দলের শিক্ষকরা।
/এএস
Leave a reply