৫০০ কোটি ডলারের মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানির লক্ষ্য সরকারের

|

আগামী ২০৩০ সালের মধ্যে পাঁচশ কোটি ডলারের মৎস্য ও মৎস্যজাত পণ্য রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (৩০ জুলাই) মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে মৎস্যজাত পণ্য রফতানি করছে। গত অর্থবছরে এই খাত থেকে সাড়ে ৪ হাজার কোটি টাকা রফতানি আয় এসেছে। এই আয় আরও বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কয়েক বছরে দেশে মৎস্য উৎপাদন বেড়েছে। ফলে মাথাপিছু আমিষ গ্রহণের প্রবণতাও বেড়েছে। সামুদ্রিক মাছের আন্তজার্তিক বাজার তৈরি করা গেলে এই খাত থেকে বৈদশিক মুদ্রা অর্জন সম্ভব বলেও জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply