Site icon Jamuna Television

খালেদা জিয়াকে জোর করে কারাগারে নেয়া হয়েছে: জয়নুল আবেদীন

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন বলেছেন,   কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই খালেদা জিয়াকে একপ্রকার জোর করে কারাগারে নেয়া হয়েছে। সরকার খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করতে চায়। এজন্যই আদালতকে তার চিকিৎসা সম্পর্কে অবহিত না করে খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্ট বারে এক সংবাদ সম্মলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, আদালতকেও অবজ্ঞা করা হয়েছে। সরকার নিজের প্রয়োজনে তাকে সুস্থ বলছে। খালেদা জিয়া এখনও অসুস্থ। সুচিকিৎসার জন্যে তাকে আবার আধুনিক হাসপাতালে নেয়া হোক।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে কিভাবে বিশ্বাস করা যায়? তিনি বলেছিলেন গায়েবী মামলায় আর কাউকে গ্রেফতার করা হবেনা। এরপরও ৩০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version