মঙ্গলবার রাজধানীর গুলিস্তানের শহীদ নূর হোসেন চত্বর পেরিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিওয়ের মুখে প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অবস্থান নেন। এ সময় তারা গানে গানে সাম্প্রতিক হত্যা-নির্যাতনের প্রতিবাদ জানান।
গানে গলায় গলা মেলানো, রংতুলির আঁচড় ও কবিকন্ঠে আবৃত্তিতে ওঠে আসে সহিংস দিনের স্মৃতি। এ সময় এসব ঘটনার বিচারের দাবিও তোলেন তারা। নাট্যকর্মী, শিক্ষক, কন্ঠশিল্পী ও শিল্পের নানা শাখার মানুষ এই মিছিলে অংশ দেন। তাদের কণ্ঠে ছিল বিষন্নতা আর দ্রোহের ছাপ।
সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান বলেন, বাংলাদেশের মানুষ চুপ করে থাকবে এটি চাই না।
অপর একজন প্রতিবাদকারী বলেন, এতো মানুষকে হত্যা করা হলো। বাচ্চা ছেলে-মেয়েদের হত্যা করা হলো। এটি অবিশ্বাস্য। আরেকজন বলেন, ভেতরের অনুভূতিগুলো ব্যক্ত করতেই এখানে এসেছি।
এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টায় সাংস্কৃতিক কর্মীরা জড়ো হয়ে নূর হোসেন চত্বর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ্ পার্ক অভিমুখে রওনা হয়। কিন্তু পুলিশী বাঁধায় এগুতে পারেনি এই প্রতিবাদী গানের মিছিল। এ সময় পুলিশের ব্যারিকেডের মধ্যেই প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই আয়োজন। পরে আগামী শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোকমিছিলের কর্মসূচী ঘোষণা করেন তারা।
/আরএইচ
Leave a reply