বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান এবং ভারতবিরোধী স্লোগান দেয়ার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা।
এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের কাছে দাবি জানিয়েছেন তারা। বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির নেতারা এই দাবি জানান। এ সংক্রান্ত ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের কাছে জমা দেন বিজেপি নেতারা।
এসময় বিজেপি নেতারা বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের সমালোচনাও করেন। ডেপুটি হাইকমিশনারের কার্যালয়ে প্রবেশের সময় পুলিশ বিজেপি নেতাদের বাধা দেয় বলেও অভিযোগ করা হয়।
/এএম
Leave a reply