নাটোরে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

|

স্টাফ রিপোর্টার,নাটোর
অভ্যন্তরীণ বিরোধ এবং শ্রমিককে মারপিটের ঘটনায় নাটোর থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক এবং শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে উত্তরের জেলা নাটোর থেকে কোন বাস ছেড়ে যায়নি এবং প্রবেশ করতে পারেনি। হঠাৎ করে শ্রমিক ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা।

শ্রমিক নেতারা জানান, নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাথে রাজশাহী মালিক সমিতির বিরোধ এবং নাটোরের এক শ্রমিককে মারপিটের ঘটনায় সকাল থেকে সকল রুটের বাস বন্ধ করে দেয় নাটোর মালিক সমিতি এবং শ্রমিকরা। এতে করে নাটোর থেকে কোন বাস ছেড়ে যায়নি বা প্রবেশ করতে পারেনি। শ্রমিক ধর্মঘটের কারণে নাটোর থেকে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে শ্রমিক ধর্মঘটের কারনে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ছোট ছোট যানবাহনে গন্তব্য স্থানে যাচ্ছেন সাধারণ মানুষ। বিরোধ মিমাংসা না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।

তবে ধর্মঘটের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন, নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল রহমান সাগর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply