Site icon Jamuna Television

ইসরায়েলি কারাগারে নৃশংসভাবে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ফিলিস্তিনি নারী

দখন ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত সিডেই তেইমান কারাগারে ইসরায়েলি সেনাদের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক ফিলিস্তিনি। মঙ্গলবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সংঘবদ্ধ ধর্ষণের ফলে ওই ফিলিস্তিনি গোপনাঙ্গ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, তিনি চলাফেরার শক্তি হারিয়ে ফেলেছেন। 

ইসরায়েলি পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত ১০জন ইসরায়েলি সেনাকে গ্রেফতার করেছে। তদন্তের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

কারাগারটিতে বহু ফিলিস্তিনি নারী ধর্ষণের অভিযোগ রয়েছে। বর্তমানে ইসরায়েলের সুপ্রিম কোর্ট ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলো উত্থাপিত সিডেই তেইমান কারাগারটি বন্ধ করার জন্য দায়ের করা একটি পিটিশন বিবেচনা করছে। 

/এআই

Exit mobile version