রংপুরে ১৩ দিনে গ্রেফতার ২৫৮ জন

|

প্রতীকী ছবি

সিনিয়র করেসপনডেন্ট, রংপুর:

রংপুরে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগের ২২ মামলায় আরও ৯ জনকে গ্রেফতার করেছে করেছে পুলিশ। এ নিয়ে ১৩ দিনে গ্রেফতার হলো ২৫৮ জন।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার(অপরাধ) আবু মারুফ হোসেন জানান, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৮ টা থকে বুধবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রশিদসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মহানগরীতে মোট ২০০ জনকে গ্রেফতার করা হলো।

অন্যাদিকে, জেলা ‍পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, একই সময়ে বদরগঞ্জ থেকে একজন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলা গ্রেফতার করা হলো ৫৮ জনকে। আর সব মিলিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৫৮ জনে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান, চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকেই হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply