রাজধানীতে গণতন্ত্র মঞ্চের কর্মসূচি

|

চলমান সংকটকে রাজনৈতিকভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। বুধবার (৩১ জুলাই) সাম্প্রতিক শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। অবিলম্বে সরকারের পদত্যাগের দাবিও জানায় নেতারা।

এদিন পুরান পল্টনে তাদের কর্মসূচি ঘিরে আগে থেকেই প্রিজনভ্যান, এপিসিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ফলে পূর্বনির্ধারিত স্থানে সমাবেশ করতে না পেরে সংগঠনটির কয়েকজন নেতা বিজয়নগরে জড়ো হোন।

সেখানে সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচি পালন করেন তারা। নেতারা অভিযোগ করেন, মাইক কেড়ে নিয়ে এবং কর্ডন করে রেখে সমাবেশ পণ্ড করেছে পুলিশ। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন হত্যার নজির ইতিহাসে নেই উল্লেখ করে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা।

জনগণের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে বলে উল্লেখ করেন নেতারা। তা আড়াল করার জন্যই বিএনপি-জামায়াতকে বলির পাঁঠা বানাতে চায় বলেও মন্তব্য করেন তারা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply