হানিয়ার হত্যার প্রতিবাদে ফিলিস্তিনের পশ্চিম তীরে ধর্মঘট

|

ফাইল ছবি

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিবাদে ফিলিস্তিনের পশ্চিম তীরে ধর্মঘট ডেকেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী। বুধবার (৩১ জুলাই) এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনু্যায়ী, ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লাহ ও নাবিউস শহরে পালিত হচ্ছে ধর্মঘট। নাবিউসের আন-নাজাহ বিশ্ববিদ্যালয়ে এ হত্যার প্রতিবাদে সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়ার এ বর্বরোচিত হত্যায় পশ্চিম তীরের অধিকাংশ শহর ছেয়ে গেছে শোকের ছায়ায়।

উল্লেখ্য, আজ ইরান সফরকালে গুপ্তহত্যার শিকার হন ইসমাইল হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন এই হামাস নেতা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply