Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় ৪ কেজি স্বর্ণের বারসহ আটক ২

চুয়াডাঙ্গা করেসপন্ডেন্ট:

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা এলাকা থেকে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (৩১ জুলাই) দুপুরে দর্শনা পৌর শহরের কাঁচাবাজার এলাকা থেকে স্বর্ণসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন– দর্শনার শ্যামপুর গ্রামের রহেল মন্ডলের ছেলে রেজাউল (৪৮) ও ইউসুফ আলীর ছেলে ইসরাফিল (৩২)।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্য পেয়ে দর্শনা এলাকায় অভিযানে যাচ্ছিল একটি দল। এসময় লোকনাথপুর এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি তাদের সন্দেহ হয়। মোটরসাইকেলটি অনুসরণ করে দর্শনা কাঁচাবাজার এলাকা পর্যন্ত পৌঁছালে গাড়িটি গতিরোধ করা হয়। এসময় মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে দুই আরোহী। পরে তাদের ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজনের সামনে তাদের কোমরে জড়ানো বেল্টের ভেতর থেকে চারটি স্বর্ণের বার জব্দ করা হয়। চারটি স্বর্ণের বারের ওজন চার কেজি ২৫ গ্রাম। অভিযুক্তদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

/এএম

Exit mobile version