Site icon Jamuna Television

ডিবি থেকে হারুনকে বদলি

ফাইল ছবি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশ এ তথ্য জানানো হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

এদিকে, একই আদেশে হারুন অর রশীদ ছাড়াও আরও দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে ডিএমপি ডিবি প্রধান হিসেবে ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version