উত্তর আয়ারল্যান্ডের ইতিহাসে ৩২ বছর পর স্বর্ণ জিতেছেন ড্যানিয়েল উইফেন। কালো ফ্রেম আর স্বচ্ছ কাঁচের চশমায় চোখ ঢাকা এই তরুণ আত্মবিশ্বাস নিয়ে জানিয়েছেন, কতদিন পর দেশ স্বর্ণ জিতেছেন তা না জানলেও তিনি যে আরও জিতবেন তা ঠিকই জানেন।
নর্দান অলিম্পিকের হয়ে ৩২ বছর আগে স্টিফেন মার্টিন ও জিমি ক্রিকউড স্বর্ণ জিতেছিলেন। এবার জিতলেন উইফেন ও জ্যাক ম্যাকমিলান। এর আগে ১৯৭২ সালে লেডি মেরি চিয়ার্স দেশটির হয়ে স্বর্ণ জিতেছিলেন।
এই স্বর্ণ আবার তিনি জিতেছেন সাড়ে তিন বছরের অনুশীলনে। স্বর্ণ জয়ের পর তিনি বলেন, সত্যি বলতে এটা তিন বছরের পরিকল্পনার ফল। অবশ্যই আমি প্রথমে অলিম্পিকের বাছাইপর্ব পার হতে চেয়েছিলাম। এরপর লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়ার আগ পর্যন্ত উন্নতি করে যাওয়া। র্স্বণ জিতে স্বপ্ন সত্যি হয়েছে। আমার মতো তরুণরা তো কেবল অলিম্পিকে অংশ নেওয়ার কথাই ভাবে, আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি।
/এমএইচআর
Leave a reply