শীর্ষ কমান্ডার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলো হিজবুল্লাহ

|

লেবাননের বৈরুতে মিসাইল হামলায় শীর্ষ কমান্ডার হত্যার বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। তারা জানিয়েছে, বুধবার (৩১ জুলাই) রাতে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন থেকে উদ্ধার হয়েছে নিহত ফুয়াদ শুকুরের মরদেহ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আজই তাকে দাফন করা হবে, এমনটা জানিয়েছে গোষ্ঠীটি। এ ঘটনায় দুই শিশুসহ আরও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়ে এলাকা লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইসরায়েলি বাহিনী। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি ভবন ও হাসপাতাল। হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহর সামরিক উপদেষ্টা ফুয়াদ শুকুর ছিলেন প্রধান টার্গেট।

বুধবার তার মৃত্যুর খবর জানায় তেল আবিব। তাদের অভিযোগ, গোলান মালভূমিতে ইসরায়েলিদের ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন হিজবুল্লাহর এই শীর্ষ কমান্ডার।

উল্লেখ্য, গত শনিবার (২৭ জুলাই) গোলান মালভূমিতে হামলায় শিশুসহ ১২ ইসরায়েলির মৃত্যু হয়। সেই ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে তেল আবিব। এরপরই ছড়ায় পাল্টাপাল্টি সংঘাত।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply