ইসরায়েলের হামলায় নিহত আল জাজিরার দুই সংবাদকর্মী

|

গাজায় ইসরায়েলের হামলায় আবারও প্রাণ হারালেন আল জাজিরার দুই সংবাদকর্মী। নিহতরা হলেন ইসমাইল আল ঘৌল ও রামি আল-রিফি। আল জাজিরা অ্যারাবিকের প্রতিনিধি ছিলেন তারা।

বুধবার (৩১ জুলাই) গাজা সিটির পশ্চিমে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়িতে সংবাদ সংগ্রহে যাচ্ছিলেন রিপোর্টার ইসমাইল ও তার ক্যামেরাম্যান রামি। শাতি শরণার্থী শিবিরের কাছাকাছি গেলে হামলার শিকার হয় তাদের গাড়ি। হামলার ১৫ মিনিট আগেও বার্তাকক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছিল ইসমাইল ও রামির।

তাদের মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তারা জানায়, টার্গেট কিলিংয়ের শিকার ইসমাইল ও রামি। গণমাধ্যমের স্টিকার লাগানো ছিল গাড়িতে। তাদের গায়েও ছিল মিডিয়া লেখা জ্যাকেট।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ১৬৫ সংবাদকর্মী নিহত হয়েছে। এদের মধ্যে চারজন আল জাজিরার।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply