নাদাল-আলকারাজ জুটির বিদায়

|

ছবি; সংগৃহীত

প্যারিস অলিম্পিকের টেনিসে পুরুষদের ডাবলস থেকে বিদায় নিয়েছে রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ জুটি। কোয়ার্টার ফাইনালে ২-৬ ও ৪-৬ গেমে যুক্তরাষ্ট্রের রাজীব রাম ও অস্টিন ক্রাইসেক জুটির কাছে পরাজিত হন তারা।

অলিম্পিকের শুরু থেকে চর্চায় থাকা নাদাল-আলকারাজকে দেখে এদিন পুরো রোলঁ গ্যারো গর্জে উঠেছিল। যেখানে যুক্তরাষ্ট্রের জুটির অল্প কিছু সমর্থক ছিলেন। তবে খেলা জুড়ে দাপট ছিল রাম-ক্রাইসেক জুটির। তাদের খেলার সামনে ফিকে পড়ে যায় স্প্যানিশ জুটিকে।

এদিন অবশ্য খেলার মাঝে ক্রাইসেককে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। ম্যাচের সময়ে পয়েন্ট নিয়ে আম্পায়ারের সঙ্গে ঝামেলাও হয় ক্রাইসেকের। পরে মাথা ঠান্ডা রেখে খেলতে দেখা যায় আমেরিকান জুটিকে।

৩৮ বছর বয়সী নাদাল এই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের দেশের হয়ে মশাল বহন করলেও তার প্রিয় প্যারিসের মাটিতে পদক ছাড়াই অভিযান শেষ করতে হলো। ২১ বছর বয়সী আলকারাজ, যিনি আগে একক কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন, বুধবার চেনা ছন্দে তাকেও দেখা যায়নি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply