যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। স্থানীয় সময় বুধবার রাতের এ ঘটনায় হামলাকারীও নিহত হয়েছে।
মার্কিন মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন পর এই ঘটনা ঘটলো। নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারিয়ছে ক্ষমতাসীন রিপাবলিকান দল।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ ক্যালিফর্নিায়র ওই ক্লাবে ঢুকে বন্দুকধারী জড়ো হওয়া মানুষের ওপর এলোপাতাড়ি গুলি করতে থাকে। এসময় অন্তত ৩ রাউন্ড গুলি করে সে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জিওফ ডিন বলেন, ক্লাবের সর্বত্র রক্ত আর রক্ত। এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে সেখানে। কর্তৃপক্ষ ওই এলাকায় সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বুধবার তারা সেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। এ কারণে ওই দিন অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি মানুষ থাকেন।
Leave a reply