শুক্রবার ‘গণমিছিল’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

|

ফাইল ছবি।

আবারও নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২ আগস্ট) গণমিছিল করবে তারা। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, জুমার নামাজের পর প্রার্থনা ও গণমিছিল কর্মসূচি পালন করবে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদ ও শিক্ষার্থীদের ৯দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামীকাল জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর যিয়ারত ও মন্দির-গির্জাসহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে দেশের সকল নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মসজিদের ইমাম ও খতিবদের মিম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দেয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি মাদরাসার শিক্ষক ও ছাত্রদেরকে গণমিছিল বের করে আন্দোলনে একাত্মতা ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply