জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন পাঠানোর প্রস্তাবে এখনি সাড়া দিচ্ছে না সরকার

|

জাতিসংঘের তথ্যানুসন্ধান (ফ্যাক্ট ফাইন্ডিং) মিশন পাঠানোর প্রস্তাবে এখনি সাড়া দিচ্ছে না সরকার। এই অবস্থানের কথা জানিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলছেন, বিচারবিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করা দরকার।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়া-ভারত-যুক্তরাজ্যসহ ২২টি দেশ ও জাতিসংঘের মিশন প্রধানদের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান।

ব্রিফিংয়ে বিভিন্ন ঘটনার ভিডিও কূটনীতিকদের দেখায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় জাতিসংঘের পাশাপাশি ইতালিসহ দুটি দেশ হত্যা, সহিংসতার তদন্তে সহায়তার আগ্রহ দেখায়।

গত কয়েকদিনে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব মোমেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply