কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় কোনও এইচএসসি পরীক্ষার্থী আটক হয়ে থাকলে তার মুক্তির জন্য সহায়তা করবে শিক্ষা মন্ত্রণালয়। আটক শিক্ষার্থীদের তথ্য থাকলে তা [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে, বৃহস্পতিবার সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের জামিনের বিষয়ে সহযোগিতা করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পান।
/আরএইচ
Leave a reply