হানিয়ার মরদেহ ইরান থেকে কাতারে

|

তেহরানে নিহত ইসমাইল হানিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ইরানিদের অংশগ্রহণ। ছবি: রয়টার্স

মিসাইল হামলায় নিহত হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মরদেহ ইরান থেকে কাতারে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দেশটির রাজধানী দোহায় পৌঁছায় মরদেহ। খব মিডল ইস্ট মনিটরের।

দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন খালেদ মেশালসহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। শুক্রবার (২ আগস্ট) দোহায় জানাজা শেষে লুসাইল শহরে হবে ফিলিস্তিনি মুক্তিকামী এই নেতার দাফন।

এর আগে, বৃহস্পতিবার (১ আগস্ট) লাখো মানুষের অংশগ্রহণে তেহরানে অনুষ্ঠিত হয় হানিয়ার প্রথম জানাজা। গত মঙ্গলবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরে গিয়েছিলেন হানিয়া। গভীর রাতে মিসাইল ছুড়ে এই নেতাকে হত্যা করা হয় বলে খবরে বলা হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply