ভেনেজুয়েলার নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি

|

ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ আগস্ট) দেশটির পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

তাদের দাবি, নির্বাচনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে, বর্তমান প্রেসিডেন্ট নয় বরং জয় পেয়েছে বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ।

এর আগে, গত রোববারের নির্বাচনে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। বুথফেরত জরিপে এগিয়ে থাকা বিরোধী প্রার্থী গঞ্জালেজ কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন। ফলাফল ঘিরে ভেনেজুয়েলাজুড়ে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply