ষ্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালী জেলাজুড়ে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ১১৬,৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কলাপাড়া উপজেলায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া রাডার স্টেশন। টানা বৃষ্টিতে উপকুলের জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাসা বাড়িতেও পানি প্রবেশ করেছে। পানিতে ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বিভিন্ন গ্রামীন কাঁচা সড়ক কর্দমাক্ত হয়ে গেছে।
এদিকে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। যার ফলে মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরে মাছ ধরার ট্রলারগুলো নোঙ্গর করে আছে।
/আরআইএম
Leave a reply