নোট বাতিল দুর্নীতি: মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগালেন মমতা

|

“দেশের মানুশকে ঠকিয়েছে কেন্দ্র।” নোটবন্দিকে বড়োসড়ো দুর্নীতি আখ্যা দিয়ে এ ভাবেই সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিকে কালা দিবস আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, “প্রথম থেকেই বলছিলাম নোট বাতিল একটা সর্বনাশী কারবার। বিশিষ্ট অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষও এখন সেই কথা বলছে।”

পরের টুইটে আরও আক্রমণাত্মক হয়ে মমতা বলেন, “নোট বাতিল দুর্নীতির মধ্যে দিয়ে সরকার সাধারণ মানুষের প্রতি প্রতারণা করেছে। লক্ষাধিক মানুষের জীবন এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। এর শাস্তি মানুষ সরকারকে দেবেই।”

শুধু মমতাই নন, নোট বাতিলের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। টুইটারে কেজরি লেখেন, “মোদী সরকারের অর্থনৈতিক দুর্নীতির তালিকা বেশ বড়োই। কিন্তু তাদের মধ্যে নোট বাতিল সব থেকে বড়ো দুর্নীতি। দু’বছর পেরিয়ে গেল কিন্তু এখনও আমরা জানতে পারলাম না যে দেশের এ রকম সর্বনাশ কেন করা হল।”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply