পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর একাধিক স্থানে গণমিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (২ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকারম ও সায়েন্সল্যাব এলাকার মিছিল করে তারা। এতে সাধারণ মানুষও যোগ দেন।
দুপুরে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল শুরু করে বিক্ষোভকারীরা। এ সময় মিছিলটি পল্টন মোড় ও প্রেসক্লাব হয়ে শাহবাগের দিকে যায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এ সময় আন্দোলনকারীরা ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরপর মিছিলটি নিয়ে তারা আবার প্রেসক্লাবে অবস্থান নেয়।
জুমার নামাজের পর রাজধানীর সায়েন্সল্যাব এলাকায়ও বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা। তাদের সাথে শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেয়। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সায়েন্সল্যাবে অবস্থান করছে। এ সময় তারা সড়ক অবরোধ করলে এ এলাকায় যানচলাচল বন্ধ হয়েও পড়ে।
সায়েন্স্যলাবে শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশ, সরকারদলীয় সংগঠনও অবস্থান করছে। ত্রিমুখী অবস্থানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
/আরএইচ/এমএন
Leave a reply