কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানার ও ঢাকা জেলার মামলায় গ্রেফতার হওয়া ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত। শুক্রবার (২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত ৩৭ জনকে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ জনকে জামিনের আদেশ দেন।
গতকাল বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। আটককৃত যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে মন্ত্রণালয়।
এদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক হয়ে থাকলে তার মুক্তির জন্য সহায়তা করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আটক শিক্ষার্থীদের তথ্য থাকলে তা [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে। গতকাল তা জানায় শিক্ষা মন্ত্রণালয়।
/এএস/এমএন
Leave a reply