ভারতের উত্তরাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টিপাতে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ । বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারী কর্মীরা অভিযান চালিয়ে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টিতে আটকা পড়া অন্তত এক হাজার মানুষকে উদ্ধার করেছেন। তবে ভারী বৃষ্টিপাতে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, বুধবার গভীর রাতে রাজধানী দিল্লিতে তুমুল বৃষ্টিপাত হয়েছে। দিল্লির পূর্বাঞ্চলে ও এর আশপাশের এলাকায় মোট ১৪৭ মিলিমিটার (৫.৮ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভারী বৃষ্টিপাতে কেবল দিল্লিতেই সাতজনের প্রাণহানি ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাখণ্ড রাজ্যে তিনজন মারা গেছেন। সেখানে পানির স্রোতে দুটি সেতুর কিছু অংশ ভেসে গেছে।
/এআই
Leave a reply