রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

|

রাজশাহী ব্যুরো:

শান্তিপূর্ণ গণমিছিলে হামলা করে হত্যার প্রতিবাদ ও নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। একাত্মতা পোষণ করে এতে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষকরাও।

সকাল পৌনে ১১টায় মিছিলটি রুয়েট গেইট থেকে শুরু হয়ে তালাইমারী ও কাজলা ঘুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসার পর সেখানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও মিছিলে বাধা দিতে দেখা যায়নি।

মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এখন বিক্ষোভ সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply