অবশেষে যুক্তরাষ্ট্রের তৈরি ‘এফ-১৬’ যুদ্ধবিমান পেল ইউক্রেন। অনেক দিন ধরে যুদ্ধবিমানগুলোর অপেক্ষায় ছিলো কিয়েভ। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনের হাতে এটি তুলে দেয়নি। তারা প্রথমে এই যুদ্ধবিমান পাঠিয়েছে ডেনমার্ক ও নেদারল্যান্ডসে। এ দুই দেশ প্রথম চালানের এফ-১৬ ইউক্রেনে পাঠিয়ে দিয়েছে।
ডেনমার্ক ইউক্রেনকে সব মিলিয়ে ১৯টি এফ-১৬ দেবে বলেছিল। নেদারল্যান্ডস বলেছিল ২৪টি। তারই প্রথম চালানের বিমান পৌঁছেছে। নরওয়ে, বেলজিয়ামও ইউক্রেনকে এফ-১৬ সরবরাহের আগ্রহের কথা জানিয়েছে। ‘এফ-১৬’ চালানোর জন্য সাধারণত তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হয়। তবে ইউক্রেনের ফাইটার পাইলটদের ৯ মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে থাকা রুশ বাহিনী যেকোনো সময় এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করবে।
মস্কোর দাবি, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্র এ যুদ্ধের ধারা বদলাতে পারবে না। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করে দেওয়া হবে।
/এআই
Leave a reply