গাজার স্বাস্থ্যসেবার ওপর এক হাজারের বেশি ইসরায়েলি হামলা

|

গাজা ও পশ্চিম তীরের বিভিন্ন স্বাস্থ্যসেবার ওপর এক হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। রোববার (৪ আগস্ট) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস (পিএইচআর) জানিয়েছে যে এই সংখ্যাটি গত ১০ মাসের মধ্যে অন্য যেকোনো সংঘর্ষের তুলনায়, বিশেষ করে, স্বাস্থ্যসেবার ওপর সবচেয়ে বেশি আক্রমণের পরিমাণ।

পিএইচআর-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার গবেষক হোসাম আল-নাহাস বলেছেন, স্বাস্থ্য খাতে আক্রমণের মাত্রার এমন নজির পৃথিবীতে খুব কমই আছে।

হোসাম আল-নাহাস আরও বলেছেন, ‘আক্রমণগুলো কেবল ইট-পাথরের বিল্ডিংগুলিতে আক্রমণ নয়, বরং হাসপাতালের বিছানা, প্রয়োজনীয় ওষুধ, অস্ত্রোপচার এবং জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় হামলার কারণে।’

উল্লেখ্য, তিনি ইসরায়েলকে সতর্ক করেছেন যে এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক মানবিক আইনের সরাসরি লঙ্ঘন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply