শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে একটি পক্ষ। এর আগেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে অবস্থান নেয় আরেকটি দল। তাদের প্রতিহত করতে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আন্দোলনকারীরা।
সেখানে থাকা বিভিন্ন যানবাহন ভাঙচুর এবং মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনাও ঘটে। শাহবাগে অবস্থান নেয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদেরকে সাথে অপরপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এর আগে, সকাল থেকেই শাহবাগ মোড় দখল করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অসহযোগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। এতে শাহবাগের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, শহীদ মিনারের আশপাশে পুলিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে কিছুক্ষণ প্রদক্ষিণের পর টিএসসিতে সমাবেশ করেন তারা।
/এনকে
Leave a reply