দলীয় প্রার্থীদের কাছে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র কেনেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি শুরু করে দলটি। শেখ হাসিনার পক্ষে দু’টি মনোনয়নপত্র কেনেন ওবায়দুল কাদের।
এছাড়া স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর পক্ষেও একটি মনোনয়ন কেনেন আ স ম ফিরোজ। পরে ওবায়দুল কাদের তার নিজ আসনের জন্য মনোনয়নপত্র কেনেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, তফসিল ঘোষণার পর যে কোনো রাজনৈতিক দলের আন্দোলনের ঘোষণা দেয়া অবৈধ। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে নির্বাচনমুখি জনগণই তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মনোনয়নপত্র বেচা-কেনায় কার্যালয় ঘিরে শত শত নেতাকর্মীদের ভীড় করছেন।
Leave a reply