আজ ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি

|

আজ ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) নতুন এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এদিকে, মঙ্গলবার এ কর্মসূচি করার কথা থাকলেও তা একদিন এগিয়ে আনা হয়। কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হবে তারা। এজন্য সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা।

শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হত্যার বিচার দাবিতে রোববার অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশে সহিংসতা ও শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার।

উল্লেখ্য, কারফিউ এর মধ্যে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে জনমনে উৎকণ্ঠা ও শঙ্কা দেখা দিয়েছে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন শেষ পর্যন্ত সরকার পরিবর্তনের এক দফা আন্দোলনে রূপ নেয়।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply