ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষার চেষ্টা করুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

|

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, সনাতন ও অন্য ধর্মাবলম্বী ভাই-বোনদের নিরাপদ আশ্রয় দিন। ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষা করার চেষ্টা করুন। সোমবার (৫ আগস্ট) এক বিবৃতিতে এ কথা জানান তারা।

সমন্বয়করা বলেন– সারাদেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসব সমন্বয়করা আছেন, তারা আজকের রাতে প্রত্যেক বাড়িতে বাড়িতে খোঁজ খবর নেন।

তারা আরও বলেন, সনাতন ও অন্য ধর্মাবলম্বী ভাই-বোনদের নিরাপদ আশ্রয় দিন। ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষা করার চেষ্টা করুন। সন্ত্রাসীদের রুখে দিন। অভ্যুত্থানের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করতে দেয়া যাবে না।

এর আগে, রাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন– দেশের প্রতিটি জায়গায়, গ্রামে-গঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আমাদের সংখ্যালঘু ভাইবোনদের নিরাপত্তার জন্য সকলে দাঁড়িয়ে যাবেন। যাতে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। এদেশের ছাত্র-জনতা এই সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেবে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply