গণভবন থেকে নিয়ে যাওয়া জিনিসপত্র অনেকে ফেরত দিয়ে যাচ্ছেন

|

সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর উল্লসিত বিক্ষোভকারীরা সরকারপ্রধানের সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়েন। এ সময় তারা গণভবনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করেন এবং লুটপাট চালান। কেউ কেউ গণভবনে লুটপাট ও উল্লাসের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্টও করেন।

এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ সমালোচনা শুরু হয়। এর মধ্যে সন্ধ্যা না হতেই গণভবন থেকে নিয়ে যাওয়া মালামাল অনেকেই আবার ফিরিয়ে দিয়েছেন।

জানা গেছে, কয়েকজন শিক্ষার্থী গণভবনের জিনিসপত্র ফিরিয়ে নিতে সেখানে স্বেচ্ছাসেবীর কাজ করছেন। এছাড়া, দিনের বেলায় লুটপাট চলাকালে অনেকে অবশ্য বাধাও দিয়েছেন।

গণভবনের লুট হওয়া জিনিস ফেরত দেয়ায় অনেকে সাধুবাদও জানাচ্ছেন। তারা বলছেন, এখন দেশ গড়বে যুবসমাজই। সুন্দর দিন আসন্ন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply