আজ বিকেল ৩টার মধ্যে জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষণার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহয় কঠোর কর্মসুচির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। সারাদেশে খুন, লুটপাট, নৈরাজ্য বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। পাশাপাশি সারাদেশে লুটপাট সহিংসতার ঘটনাকে ন্যাক্কারনজক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান নাহিদ।
আরেকজন সমন্বয়ক সারজিস আলম বলেন, খুন, হামলার ঘটনা মোকাবিলা করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।
এর আগে, সোমবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে রাষ্ট্রপতি জানান, যত দ্রুত সম্ভব বর্তমান সংসদ ভেঙে দেয়া হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
/এনকে
Leave a reply