বিএনপির শীর্ষ কয়েকজন নেতা কারামুক্ত

|

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বেশ কয়েকজন শীর্ষ নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) দিনের বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্ত হন তারা।

কারামুক্ত হওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শিমুল বিশ্বাস ও দলটির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে কারাগার মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

গতকাল সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন বিভিন্ন দলের নেতারা। এ সময় রাষ্ট্রপতি জানান, খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়া হবে। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়াদেরও মুক্তি দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির এসব নেতার অনেকে একাধিক মামলায় গ্রেফতার হয়েছিলেন। আবার কেউ কেউ দীর্ঘদিন ধরে কারাভোগ করছিলেন।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply