বিসিবির নেতৃত্বে পরিবর্তনের দাবি রুবেলের

|

ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে পরিবর্তন চান পেসার রুবেল হোসেন। ক্রিকেট বোর্ডের কর্তা ও সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহের নাম ও উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুবেল হোসেন লিখেন, গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা, এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। চান্ডিকা হাথুরুসিংহেরও বদল চাই।

রুবেলের এই স্ট্যাটাসের সাথে একাত্মতা প্রকাশ করেছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান। কমেন্টসে ক্রিকেট বোর্ডে পরিবর্তন চান তিনিও। নুরুল হাসান সোহান লিখেন, ভাই, অনেক কিছু বলতে চাই কিন্তু কিছু বলছিনা। তবে কতোক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারব জানিনা।

ক্রিকেটার রুবেলের আগে ক্রিকেট বোর্ডের প্রতি নিজের অসন্তোষের কথা জানান ইমরুল কায়েস। বিসিবি অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ কায়েসের।

কায়েস লিখেন, সম্প্রতি একটা সাক্ষাৎকারে দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা, শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না।

প্রসঙ্গত, ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন। যদিও তিনি নিয়মিত খেলছেন বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে। জাতীয় দল থেকে তার বাদ পড়া নিয়ে বিতর্ক রয়েছে প্রচুর। এর আগে লাল-সবুজের জার্সিতে তিন ফরম্যাটে ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী এই তারকা।

নাজমুল হাসান পাপন দীর্ঘ সময় বিসিবি সভাপতি থেকেও, এগিয়ে নিতে পারেননি দেশের ক্রিকেটকে। তরুণদের হাতে দায়িত্ব হস্তান্তর করলে বাংলাদেশ ক্রিকেট এ পরিবর্তন আসবে বলে বিশ্বাস ক্রিকেটারদের। তারুণ্যের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ, সাফল্য আসবে ক্রিকেটে এমনটাই কাম্য সবার।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply