ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাজ্যের মুসলিম ও অভিবাসী বিদ্বেষী দাঙ্গা। পরিস্থিতি সামাল দিতে দেশটির ব্রিস্টল, লিভারপুল, বেলফাস্ট, ম্যানচেস্টারসহ বিভিন্ন শহরে কঠোর অবস্থান নিয়েছে হাজার হাজার পুলিশ। খবর বিবিসির।
প্রধানমন্ত্রী কেইর স্টার্মার জানান, এরইমধ্যে আটক করা হয়েছে চার শতাধিক ব্যাক্তিকে। এছাড়াও, অনলাইনে অপতৎপরতা চালানোর অভিযোগে চার্জ গঠন করা হয়েছে অন্তত ১০০ জনের বিরুদ্ধে।
প্রসঙ্গত, দেশটির পুর্বাঞ্চলীয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাচের স্কুলে তিন শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক দাঙ্গা চলছে যুক্তরাজ্যে। হামলাকারীরা অভিবাসী মুসলিম, এমন গুজব ছড়িয়ে পড়ার পর অভিবাসনবিরোধী কট্টরপন্থীরা নেমে আসে রাস্তায়। ভাঙচুর চালায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনায়।
/এএম
Leave a reply