শাস্তি পাচ্ছেন মোরাতা ও রদ্রি

|

গতমাসে অনুষ্ঠিত উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে এককভাবে টুর্নামেন্টের রোল অব অনারে সর্বোচ্চবার চ্যাম্পিয়নের তকমা অর্জন করে স্পেন। এবার শিরোপা জেতার পর জয় উদযাপনের সময় আচরণবিধি ভাঙায় শাস্তি পেতে হচ্ছে আলভারো মোরাতা ও রদ্রিকে। স্পেনের এই দুই ফুটবলারকেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপীয়ান ফুটবলের কর্তৃপক্ষ- উয়েফা।

বার্লিনের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন। পরদিন দেশের রাজধানী মাদ্রিদে সমর্থকদের সঙ্গে উদযাপনের সময় গান গায় তারা। সেই গানের লিরিকে ছিলো ‘জিব্রাল্টার স্পেনের অংশ’ এরকম লাইন। স্পেনের একেবারে দক্ষিণের অংশের সঙ্গে জিব্রাল্টার লাগোয়া হলেও এটি মূলত ব্রিটিশ অঞ্চল। আচরণবিধি না মানায়, ফুটবলের মঞ্চে এর বাইরে বিষয় টেনে আনায় এবং ফুটবলের চেতনাকে বিতর্কিত করার অপরাধে মোরাতা ও রদ্রিকে শাস্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মোরাতার নেতৃত্বে এবারের ইউরোয় অসাধারণ পারফরম্যান্সে অপরাজি চ্যাম্পিয়ন হয় স্পেন। অপরদিকে পুরো আসরজুড়ে নজরকাড়া ফুটবল খেলেন রদ্রি। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও ওঠে তার হাতে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply