বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত সোয়া দুইটায় তিনি দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন।
এসময় কড়া নিরাপত্তায় তাকে ভিআইপি লাউঞ্জে নেয়া হয়। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর ও দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। তবে নিরাপত্তাজনিত কারণে ড. ইউনূসের সঙ্গে তাদের দেখা করার অনুমতি দেয়া হয়নি।
নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আজ দুপুরে বাংলাদেশে পৌঁছাবেন। এরপর রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ড. ইউনূস।
এর আগে, বুধবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুরে প্যারিসের চার্লস ডি গল এয়ারপোর্টে প্রবেশ করেন তিনি। কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেয়া হয়। এরপরই অভিবাসন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেন ড. ইউনূস। এসময় গণমাধ্যমকে তিনি জানান, দেশে ফিরে চলমান সংকট সমাধানে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তিনি। এ কাজে সবার সহযোগিতা চান ড. ইউনূস।
/এএম
Leave a reply